গ্রেফতার ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে বোয়ালমারীতে বিএনপির প্রেস ব্রিফিং

বাংলাপ্রেস ডেস্ক
২৬ ডিসেম্বর, ২০২২

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারীতে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বোয়ালমারী জর্জ একাডেমী সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে রোববার (২৫ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন যুদ্ধকালীন বৃহৎ ফরিদপুর এর ফিল্ড কমান্ডার, বিএনপির জাতীয়
নির্বাহী কমিটির সদস্য ও ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ্ধসঢ়; মো. আবু জাফর।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘চাউল, ডাউল, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা সমাবেশ করায় সম্প্রতি বোয়ালমারী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও গ্রেপ্তারের ভয় দেখানো হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক। গত ১ ডিসেম্বর বোয়ালমারীতে বোমা বিস্ফোরণ করে রাস্তা অবরোধ করার যে অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে সেই মামলা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট।

ইতোমধ্যে ওই মামলায় ১২ জনকে গ্রেফতার করে ফরিদপুরে পাঠিয়েছে প্রশাসন। উদ্দেশ্যে প্রণোদিত ও হয়রানিমূলক মামলায় বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

’ শাহ্ধসঢ়; মো. আবু জাফর আরো বলেন, ‘ক্ষমতার বলে ভয় দেখানো হয়রানি করা মামলায় নিরপরাধ মানুষকে জেলহাজত খাটানোর পরিণতি কিছুতেই ভালো হবে না। এতে করে একসময় জুলুমবাজদের বিরুদ্ধে গণঅসন্তোষ সৃষ্টি হবে। ভবিষ্যত চিন্তা করে সকল ধরনের জুলুম অত্যাচার আচরণ থেকে বিরত থাকার জন্য প্রশাসনকে অনুরোধ করেন তিনি।’

প্রেস ব্রিফ্রিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মো. আমিনুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি মো. সাইফুল ইসলাম, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল আহমেদ,
উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহাবুবুর রশিদ হেলাল, সাবেক সাধারণ

সম্পাদক ও কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র
যুগ্ম আহŸায়ক মো. দেলোয়ার হোসেন, উপজেলা মৎস্যজীবিদলের সভাপতি বিশ্বজিৎ রাজবংশী, পৌর মৎস্যজীবিদলের সভাপতি মো. কামাল হোসেন, পৌর ছাত্রদলের আহŸায়ক মো. মাহফুজ মিয়া প্রমুখ।

বিপি>আর এল