যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে প্রাণহানি বেড়ে ১৯

বাংলাপ্রেস ডেস্ক
২৪ ডিসেম্বর, ২০২২

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে তুষারঝড়ের প্রাবল্যে বেড়েই চলেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তুষারঝড়ের আঘাতে বিপর্যস্ত দেশটির ২০টি অঙ্গরাজ্য।

দেশটির আবহাওয়া অধিদপ্তরের বরাতে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, অবস্থা বেগতিক হওয়ায় এরমধ্যে ১১টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ঝড়ে প্রভাবিত হয়েছে ৮ লাখ ৫০ হাজার মানুষের জনজীবন।

খবরে বলা হয়, তুষারঝড়টিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ তুষারঝড় বলে বিবেচনা করা হচ্ছে। নিউ ইয়র্ক ও আশপাশের স্টেটগুলোতে সব ধরনের যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সেইসাথে পার্শ্ববর্তী কেনটাকি এবং পেনিসিলভানিয়ার হাজার হাজার বাড়ি গত ১২ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে ভার্জিনিয়ার প্রত্যন্ত অঞ্চল ঢেকে গেছে ৩০ ইঞ্চি বরফের আস্তরণে। অন্তত ১০০০ টি গাড়ি সংঘর্ষের কবলে পড়েছে। সেসব ঘটনায় ২ জনের প্রাণহানি হয়েছে।

বিপি>আর এল