নিউ ইয়র্কে ত্রিনিয়া হাসানের একক সঙ্গীতানুষ্ঠান আজ
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে এ সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী ত্রিনিয়া হাসানের একক সঙ্গীতানুষ্ঠান আজ শনিবার (২৪ ডিসেম্বর)নিউ ইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হবে। প্রবাসের বিনোদন সংস্থা শো টাইম মিউজিকের আয়োজনে উক্ত সঙ্গীতানুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ৮টায়।
ত্রিনিয়া হাসান বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি সাংস্কৃতিক পরিবারে বেড়ে উঠেছেন। তাদের পরিবারের প্রায় সবাই গায় গেয়ে থাকেন এবং গানের প্রতি তাদের রয়েছে অনুরাগ। ত্রিনিয়ার সঙ্গীতের হাতেখড়ি তার বাবা জিয়াউল হাসানের কাছ থেকে। তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারের একজন সঙ্গীত পরিচালক।
শো টাইম মিউজিকের আয়োজনে কন্ঠশিল্পী ত্রিনিয়া হাসানের একক সঙ্গীতানুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক আলমগীর খান আলম ও শিল্পী ত্রিনিয়া হাসান।
বিপি।এসএম