আজ নিউ ইয়র্কে বিশ্ব ভালবাসা দিবসের অনুষ্ঠান

বাংলাপ্রেস ডেস্ক
৫ ফেব্রুয়ারি, ২০২২

বাংলাপ্রেস ডেস্ক: আজ ১৩ ফেব্রুয়ারি নিউ ইয়র্কে বিশ্ব ভালবাসা দিবস পালনের ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে পিজি প্রোডাকশন হাউজ ও মেগা স্টার। নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে অনুষ্ঠিতব্য বিশ্ব ভালবাসা দিবসের উক্ত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন প্রবাসের জনপ্রিয় শিল্পীবৃন্দ।
আয়োজকবৃন্দরা জানান, ‘বিশ্ব ভালবাসা দিবস উৎযাপনের জন্য প্রবাসী শিল্পীদের দ্বারা এবারেই প্রথববারের মতো ‘প্রেমের আবেগপ্রবণ’ গান পরিবেশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নিউ ইয়র্কের জনপ্রিয় ‘মাটি বান্ড’ এর সঙ্গীত পরিচালনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন শান্তনীল ধর, তানভীর শাহীন, চন্দন চৌধুরী, শাহ মাহবুব, রাজীব ভট্টাচার্জি, শামীম সিদ্দিকী, কামরুজ্জামান বকুল, কৃষ্ণা তিথী, রোকসানা মির্জা, তিনিয়া হাসান, নাভিন, সান্তারা রেগা, কৌশলী ইমা, চন্দ্রা রায়, ঋতিকা ব্যানার্জি ও মনিকা দাস। নৃত্য পরিবেশন করবেন অনুপ দাস ড্যান্স একাডেমির শিল্পীবৃন্দ। পার্থ গুপ্ত, লিটন চৌধুরী, আশরাফ আলী খান লিটন, আরশাদ ওয়ারিশ ও জেবুন্নাহার-এর যৌথ আয়োজনে অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আনিসুর রহমান দিপু ও সাদিয়া খন্দকার।

বিপি।এসএম