বাংলাপ্রেস ডেস্ক: বাজারে এলো প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের আইফোন টুয়েলভ মডেলের মুঠোফোন। ৫জি সুবিধা সম্বলিত মিনি এবং প্রো ভার্সনের নতুন এই মডেল নিয়ে এসেছে জনপ্রিয় কোম্পানিটি। অ্যাপলের সিইও টিম কুক মঙ্গলবার (১৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ায় আনুষ্ঠানিক ভাবে এ ঘোষণা দেন। আইফোন মানেই আলোচনা আর উত্তেজনা। জেনে নেয়া যাক নতুন আইফোনে কি কি থাকছে?
সিরামিক সিল্ড সমৃদ্ধ মোবাইল ফোনটিতে রয়েছে ৬ দশমিক ১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। আইফোন ৫ মডেলের সাথে নতুন এই মডেলের খানিকটা মিল আছে। পাশাপাশি ৫ দশমিক ৪ ইঞ্চির মিনি ভার্সনের ডিসপ্লের দাম ধরা হয়েছে ৬৯৯ ডলার। ট্রিপল ক্যামেরার প্রো ভার্সনের দাম ৯৯৯ ডলার থেকে শুরু। ১৬ অক্টোবর থেকে আইফোন ১২-র প্রি-অর্ডার নেয়া শুরু হবে এবং বিক্রি শুরু হবে ২৩ অক্টোবর থেকে।
এদিকে চীনের অনলাইনের সবচেয়ে বড় ভিডিও মাধ্যম টেনসেন্ট হোল্ডিংস এবং বিলিবিলি অ্যাপলের আজকের লাইভস্ট্রিমিং কোনোরূপ ব্যাখ্যা ছাড়াই বন্ধ করে দিয়েছে।
বিপি।এসএম