Menu

সর্বশেষ


বাংলাপ্রেস ডেস্ক: সিলেটের ওসমানীনগরে পাঁচজনসহ ৯ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১৭ জনের। আহত হয়েছে আরও ১৮ জন।

সিলেটের ওসমানীনগরে বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের চানপুরে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। নিহতরা হলেন- সজল কুমার দাশ, স্ত্রী লাভলী রানী সরকার, আট বছরের জমজ ভাই শৈবাল ও সাজন এবং প্রাইভেট কার চালক।

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের বাহুবলে বাস ও প্রাইভেটকার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী।

এদিকে, সকালে ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জের নুনদহ সেতু এলাকায় প্রাইভেট কার ও কাভার্ডভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।

এছাড়া ফেনী, বগুড়ার নন্দিগ্রাম, নওগাঁর ধামইরহাট, শেরপুরের নকলা ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। সূত্র: ডিবিসি টিভি।

বিপি/আর এল