Home জীবনযাপন বর্ষায় সর্দি-কাশি নিমিষেই দূর করবে তুলসী

বর্ষায় সর্দি-কাশি নিমিষেই দূর করবে তুলসী

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: সময় এখন বর্ষাকাল। আর বর্ষাকাল মানেই সর্দি কাশির সম্ভাবনা। আর এখন সর্দি-কাশি বা হালকা জ্বর মাথায় চেপে বসে নানা চিন্তা। কারণ করোনাভাইরাসের আতঙ্ক বেশ। তবে ঋতু পরিবর্তনের সাধারণ অসুখকে রোধ করা যায় কিছু ঘরোয়া উপায়ে। আর সর্দি কাশির মতো অসুখকে দূর করতে অব্যর্থ ওষুধ তুলসী পাতা।

জেনে নিন কোন পদ্ধতিতে তুলসী পাতা ব্যবহার করলে মুক্তি মিলবে-
১। সর্দি মানেই গলা খুশখুশ। ৩ থেকে ৪টা তুলসী পাতা চিনি ও গোলমরিচের সঙ্গে করে মুখে রাখুন। উধাও হবে অস্বস্তি।

২। কানে ব্যথার জন্য উপকারী তুলসী পাতা। তুলসীর রস নির্মূল করে কান ব্যথা। তুলসীর রসের সঙ্গে তিল তেল মিশিয়ে ফুটিয়ে নিন। তারপর ঠাণ্ডা করে কানে দিতে পারেন।
৩। তুলসীর রসের সঙ্গে চিনি মিশিয়ে খেলে কমতে পারে জ্বর। জ্বর কমানোর ওষুধের সঙ্গে সঙ্গে এই মিশ্রণ শরীরে এনার্জিও দেয়।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী