Menu

সর্বশেষ


বাংলাপ্রেস ডেস্ক: বাংলা চলচ্চিত্রের দাপুটে অভিনেতা ছিলেন রাজীব। ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন ২০০৪ সালে। ছেলের মৃত্যুর প্রায় ষোল বছর পর মারা গেলেন মা।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টা ২০ মিনিটে পটুয়াখালি নিজের বাড়িতে শেষ নিশ্বাঃস ত্যাগ করেন অভিনেতা রাজীবের মা (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনতি কারণেই মৃত্যু হয়েছে তাঁর।

সর্বজন শ্রদ্ধেয় অভিনেতা রাজীবের মা নিজের বাড়ি পটুয়াখালিতে মারা গেছেন। চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে নিজের সাক্ষর রেখে যান পটুয়াখালির সন্তান রাজীব। চারবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয় ক্যারিয়ারে খল অভিনেতা হিসেবে সাফল্য পান তিনি।

বিপি/আর এল