Home Uncategorized করোনা সংকট নিরসনে প্রশাসনকে জবি ছাত্রলীগের ৫ দাবি

করোনা সংকট নিরসনে প্রশাসনকে জবি ছাত্রলীগের ৫ দাবি

by Dhaka Office
A+A-
Reset

জবি থেকে সংবাদদাতা: মহামারী করোনা সংকট মোকাবেলায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৫ দফা দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগ। শিক্ষার্থীদের বাড়িভাড়া সমস্যা সমাধানে গঠিত একসদস্য বিশিষ্ট কমিটিকে আনুষ্ঠানিকভাবে এ দাবিসমূহ উপস্থাপন করেছে সংগঠনটি।

দাবিগুলোর মধ্যে রয়েছে, যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের জন্য মানবিক ফান্ড গঠন করে নিজ নিজ বিভাগের মাধ্যমে আর্থিক বৃত্তি প্রদান করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সংকটকালীন সময়ে বাসাভাড়া কমানোর ব্যবস্হা করতে হবে। তাছাড়া যারা বাসা ছেড়ে দিচ্ছে তাদের প্রয়োজনীয় মালামাল নিজ বিভাগে রাখার ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষাগার এবং সার্বক্ষণিক ডাক্তার ও বিনামূল্যে ঔষধ সরবরাহসহ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকে আবাসিক হল হিসেবে খুলে দিতে হবে।

এ বিষয়ে বাড়িভাড়া সমস্যা সমাধানে গঠিত কমিটির সদস্য অধ্যাপক ড. নূর মোহাম্মদ বলেন, দাবি গুলো একসাথে করে সবার সাথে আলোচনা করে, সবার মন্তব্য নিয়ে একটা রিপোর্ট তৈরি করবো।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী