Home বাংলাদেশ র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম করোনা মুক্ত

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম করোনা মুক্ত

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১৮ দিন পর করোনামুক্ত হয়েছেন।

বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ফেসবুকে সারওয়ার আলম লিখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সকলের দোয়ার বদৌলতে কোভিড-১৯ থেকে মুক্তি পেলাম। কৃতজ্ঞতা আপনাদের সকলের প্রতি।

গত ৭ জুন নিজের করোনা শনাক্তের বিষয়টি জানান সারওয়ার আলম। সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। দেশে করোনা সংক্রমণের পর থেকে সারওয়ার আলম ধারাবাহিকভাবে কোয়ারেন্টিন নিশ্চিত, সামাজিক দূরত্ব নিশ্চিত, নকল মাস্ক, গ্লাভসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছিলেন। এছাড়া, রমজানে ভেজাল বিরোধী অভিযান ছাড়াও অনেকগুলো আলোচিত অভিযান পরিচালনা করেছেন তিনি।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী