Menu

সর্বশেষ


বাংলাপ্রেস ডেস্ক: মাশরাফীর শারীরিক অবস্থা উন্নতির পথে। জ্বর কমতে শুরু করেছে। শরীরের ব্যথাও কম। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবিএম আব্দুল্লাহর পরামর্শ মেনে ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন মাশরাফী। চেক আপে খারাপ কিছু আসেনি।

মাশরাফী করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে সরগরম টাইগার ক্রিকেট অঙ্গন। কিংবদন্তি অধিনায়কের অবস্থা জানতে ব্যস্ত সংবাদকর্মী, সমর্থকেরা। শারীরিক অবস্থা খারাপ হয়েছে, ভর্তির জন্য হাসপাতালে খোঁজা হচ্ছে, এমন খবরে বিভ্রান্ত হয়েছেন ম্যাশ নিজে। ফেসবুক পোস্টের মাধ্যমে সবাইকে আশ্বস্ত করেছেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ড. এবিএম আব্দুল্লাহ-র পরামর্শে ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন মাশরাফী।

মাশরাফীর দেখভাল করছেন স্ত্রী সুমনা হক সুমি। বাবা-মায়ের কাছ থেকে আলাদা রাখা হয়েছে ছেলে ও মেয়েকে। কোনো খবরে বিভ্রান্ত না হতে সমর্থকদের আহ্বান জানিয়েছেন মাশরাফীর ছোট ভাই। গেল শনিবার করোনায় আক্রান্ত হন মাশরাফী। একই দিনে আরেক টাইগার অপুরও পজেটিভের খবর আসে। এদিকে, মাশরাফীর পর কভিড নাইন্টিন টেস্টে পজিটিভ হয়েছেন তার ছোট ভাই মোরসালিন।

বিপি/আর এল