Home Uncategorized ঝিনাইদহে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

by Dhaka Office
A+A-
Reset

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।২৩ জুন মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব্ শফিকুল আজম খাঁন চঞ্চল।

এ সকল কর্মসূচীতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ। কর্মসূচীতে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কুন্ডু, জেলা কৃষকলীগ নেতা শরিফুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক কাজী আতিয়ার রহমান, ফতেপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আতাউর রহমান, জেলা পরিষদের সদস্য এম.এ আসাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান প্রমুখ। এ সকল কর্মসূচী শেষে এক দোয়া মাহফিলের মধ্য দিয়ে
অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী