251
বাংলাপ্রেস ডেস্ক: জনপ্রিয় গায়ক জাস্টিন বিবার নানা কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন। এবার যৌন হেনস্তার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
গায়কের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪ সালে জাস্টিন বিবার নাকি এক মহিলাকে যৌন হেনস্তা করেছেন। সেই অভিযোগ প্রকাশ্যে আসার পরই জোর শোরগোল শুরু হয়ে যায়। তবে সোশ্যাল হ্যান্ডেল টুইটারে একের পর এক টুইট করে ওই মহিলার সব অভিযোগ অস্বীকার করেছেন বিবার।
তিনি এও জানিয়েছেন, এমন বিষয় নিয়ে তিনি কখনও মুখ খুলতে চান না। কিন্তু যৌন হেনস্তার বিষয়টি সম্পূর্ণ আলাদা। সেই কারণে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পরই বিষয়টি নিয়ে মুখ খুলবেন বলে মনস্থির করেন বলে জানান বিবার।
বিপি/কেজে