Home Uncategorized করোনায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

করোনায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শেখ ফরিদ উদ্দিন সোয়াদ।

আজ সোমবার সকা‌লে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শেখ ফরিদ উদ্দিন সোয়াদ ২০১০ ব্যাচে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন । মৃত্যুর আগে রাজধানির মিরপুরের বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছিলেন।  বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা সিদ্দিকুর রহমান সুমন এ তথ্য নিশ্চিত করে জানান, শেখ ফরিদ উদ্দিন সোয়াদের করোনা পজিটিভ ছিল।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, যুগ্ম পরিচালক ফরিদ উদ্দিন আজ সকালে হলি ফ্যামিলি হাসপাতালে মারা গেছেন। তবে উনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা এটি আমি নিশ্চিত নই। তার ডেথ সার্টিফিকেট পেলে এটি জানানো যাবে।

সোয়াদের পারিবারিক সূত্র জানায়, গত ১২ জুন করোনা উপসর্গ দেখা দেয় সোয়াদের। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ জুন তাকে হলি ফ্যামিলি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। ১৮ জুন তাকে প্লাজমাও দেওয়া হয়েছিল।মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার বছ‌রের এক ছেলে সন্তান রেখে গেছেন।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী