Home Uncategorized করোনা ঠেকাতে ১০ জেলার ‘রেড জোনে’ সাধারণ ছুটি

করোনা ঠেকাতে ১০ জেলার ‘রেড জোনে’ সাধারণ ছুটি

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের ১০টি জেলার ২৭টি রেড জোন বা লাল অঞ্চলে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ২১ জুন থেকে এই ছুটি কার্যকর হবে। ছুটির মেয়াদ কোথায় কেমন হবে তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সাধারণত লাল অঞ্চল ঘোষণার দিন থেকে পরের ২১দিন ছুটি থাকবে। রবিবার মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়।

জেলা ১০টি হচ্ছে চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুর। এসব এলাকায় ২১ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

করোনা সংক্রমণ ঠেকাতে সংক্রমণের হার বিবেচনায় দেশের বিভিন্ন অঞ্চলকে যে তিনটি ভাগে ভাগ করেছে সরকার। এগুলো হচ্ছে, রেড জোন, ইয়োলো জোন এবং গ্রিন জোন। এর মধ্যে রেড জোন সবচেয়ে ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রয়োজন বোধে লকডাউন করার ঘোষণা ছিল আগেই। লকডাউন করা এলাকায় সাধারণ ছুটির ঘোষণার কথাটিও জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘লাল অঞ্চল ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে।’

এতে আরও বলা হয়, ‘লাল অঞ্চল ঘোষিত এলাকায় অবস্থিত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে।’

জরুরি পরিষেবা এ সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে বলেও আদেশ বলা হয়েছে।

জেলা ও এলাকাগুলো হলো:

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন ওয়ার্ড নং-১০, উত্তর কাট্টলি (বিসিক শিল্প নগরী ব্যতীত) এলাকা। লাল অঞ্চল ঘোষণা হয়েছে ১৭ জুন থেকে। থাকবে পরবর্তী ২১ দিন। সাধারণ ছুটি থাকবে ২১ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত।

বগুড়া: বগুড়া পৌরসভার চেলোপাড়া, নাটাইপাড়া, নারুলী, জলেশ্বরীতলা, সূত্রাপুর, মালতিনগর, ঠনঠনিয়া, হাড়িগাড়ি ও কলোনী এলাকা। লাল অঞ্চল ঘোষণা হয়েছে ১৪ জুন থেকে। থাকবে পরবর্তী ২১ দিন। সাধারণ ছুটি থাকবে ২১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত।

চুয়াডাঙ্গা: দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার ৫ নং ওয়ার্ডের পরাণপুর গ্রামের রিফিউজি কলোনী ও ৭নং ওয়ার্ডের থানা পাড়া এলাকা। লাল অঞ্চল ঘোষণা হয়েছে ১৭ জুন থেকে। থাকবে পরবর্তী ২১ দিন। সাধারণ ছুটি থাকবে ২১ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত।

মৌলভীবাজার: শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল ইউনিয়নের ক্যাথলিক মিশন রোড, রুপশপুর, সবুজবাগ, মুসলিমবাগ, লালবাগ, বিরাইমপুর এবং শ্রীমঙ্গল পৌরসভার কালীঘাট রোড ও শ্যামলী এলাকা। এছাড়া কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দনগর, কাদিপুর ইউনিয়নের মনসুর এবং কুলাউড়া পৌরসভার মাগুর ও মনসুর এলাকা। লাল অঞ্চল ঘোষণা হয়েছে ১৪ জুন থেকে। থাকবে পরবর্তী ২১ দিন। সাধারণ ছুটি থাকবে ২১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত।

নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন (উত্তরে বালু ব্রিজ, দক্ষিণে কায়েতপাড়া, পূর্বে কায়েতপাড়া এবং পশ্চিমে কাঞ্চন পৌরসভা)। লাল অঞ্চল ঘোষণা হয়েছে ১১ জুন থেকে। থাকবে পরবর্তী ২১ দিন। সাধারণ ছুটি থাকবে ২১ জুন থেকে ২ জুলাই পর্যন্ত।

হবিগঞ্জ: হবিগঞ্জ পৌরসভার ৬ ও ৯ নং ওয়ার্ড, চুনারুঘাট উপজেলার ৩ নং দেওরগাছ ইউনিয়ন, ৭নং উবাহাটা ইউনিয়ন ও ৯নং রাণীগাঁও ইউনিয়ন এবং চুনারুঘাট পৌরসভা, আজমিরীগঞ্জ উপজেলার ১নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন, মাধবপুর পৌরসভা এলাকা। লাল অঞ্চল ঘোষণা হয়েছে ১৮ জুন থেকে। থাকবে পরবর্তী ২১ দিন। সাধারণ ছুটি থাকবে ২১ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের অধীনে মাঠপাড়া এলাকা। লাল অঞ্চল ঘোষণা হয়েছে ১৭ জুন থেকে। থাকবে ১৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত। সাধারণ ছুটি থাকবে ২১ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত।

কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশন অন্তর্গত ৩নং ওয়ার্ডের কালিয়াজুরি, রেইসকোর্স, শাসনগাছা, ১০নং ওয়ার্ডের কাউতলা, কান্দিরপাড়, পুলিশ লাইন, বাদুরতলা, ১২নং ওয়ার্ডের নানুয়ার দিঘীর পাড়, নবাব বাড়ি চৌমুহনী, দিগাম্বরীতলা এবং ১৩নং ওয়ার্ডের টমছম ব্রিজ, খিরাপুকুরপড়া ও দক্ষিণ চর্থা এলাকা। লাল অঞ্চল ঘোষণা হয়েছে ১৬ জুন থেকে। থাকবে ১৯ জুন রাত ১২টা ১ মিনিট থেকে ৩ জুলাই পর্যন্ত । সাধারণ ছুটি থাকবে ২১ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত।

যশোর: অভয়নগর উপজেলার চলিশিয়া, পিয়ারা ও বাঘুটিয়া ইউনিয়ন এবং অভয়নগর পৌরসভার ২,৪,৫,৬ ও ৯ নং ওয়ার্ড এলাকা, চৌগাছা উপজেলার চৌগাছা পৌরসভার ৬নং ওয়ার্ড এলাকা; ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা পৌরসভার ২ ও ৩নং ওয়ার্ড এলাকা, কেশবপুর উপজেলার কেশবপুর পৌরসভার ১ ও ৩নং ওয়ার্ড এলাকা, যশোর সদর উপজলোর যশোর পৌরসভার ৪ ও ৬ নং ওয়ার্ড এবং আরবপুর ও উপশহর ইউনিয়ন; শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার ২নং ওয়ার্ড এবং শার্শা ইউনিয়ন। এসব এলাকায় লাল অঞ্চল ঘোষণা হয়েছে ১৫ জুন। থাকবে ২১ দিন। সাধারণ ছুটি থাকবে ২১ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত।

এছাড়া ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়ন, যশোর সদর উপজেলার যশোর পৌরসভার ৪নং ওয়ার্ড।এসব এলাকায় লাল অঞ্চল ঘোষণা হয়েছে ১৬ জুন। থাকবে ২১ দিন। সাধারণ ছুটি থাকবে ২১ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত।

অভয়নগর উপজেলা শ্রীধরপুর ইউনিয়ন, যশোর সদর উপজেলার যশোর পৌরসভার ৬নং ওয়ার্ড এলাকা। এসব এলাকায় লাল অঞ্চল ঘোষণা হয়েছে ১৭ জুন। থাকবে ২১ দিন। সাধারণ ছুটি থাকবে ২১ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত।

শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকা। ১৮ জুন থেকে লাল অঞ্চল ঘোষণা হয়েছে। থাকবে ২১ দিন। সাধারণ ছুটি থাকবে ২১ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত।

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার মাদারীপুর পৌরসভার ১,২,৩,৪,৫,৬ ও ৭ নং ওয়ার্ড এলাকা এবং বাহাদুরপুর, দুধখালী, ঝাউদি, মস্তফাপুর, রাস্তি ও কেন্দুয়া ইউনিয়ন। এছাড়া শিবচর উপজেলার শিবচর পৌরসভার ১, ৪ ও ৫নং ওয়ার্ড এলাকা এবং শিবচর, দ্বিতীয় খন্ড, বহেরাতলা দক্ষিণ, বাঁশকান্দি, ভদ্রাসন, কাদিরপুর, মাদবরেরচর ও পাঁচ্চর ইউনিয়ন;

কালকিনি উপজেলার কালকিনি পৌরসভার ১,৪,৫,৭,৮ ও ৯নং ওয়ার্ড এলাকা এবং ডাসার, গোপালপুর, আলীনগর ও শিকারমঙ্গল ইউনিয়ন। রাজৈর উপজেলার রাজৈর পৌরসভার ১,২,৩,৫,৬ ও ৮ নং ওয়ার্ড এবং বদরপাশা, আমগ্রাম, কবিরাজপুর ও হোসেনপুর ইউনিয়ন।

মাদারীপুর জেলার এসব এলাকায় লাল অঞ্চল ঘোষণা হয়েছে ১৭ জুন থেকে। থাকবে ১৮ জুন সকাল ৬টা থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত। সাধারণ ছুটি থাকবে ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী