Home Uncategorized বাংলাদেশে করোনা সংক্রমণ এখনও চূড়ায় পৌঁছেনি : চীনা বিশেষজ্ঞ দল

বাংলাদেশে করোনা সংক্রমণ এখনও চূড়ায় পৌঁছেনি : চীনা বিশেষজ্ঞ দল

by Dhaka Office
A+A-
Reset

 

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশে করোনা সংক্রমণ এখনও সর্বোচ্চ স্তরে পৌঁছেনি বলে জানিয়েছেন দেশে সফররত চীনা বিশেষজ্ঞ দল।

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ডিক্যাব এর সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় বাংলাদেশ সফররত চীনা বিশেষজ্ঞরা একথা বলেন। তারা জানান, বাংলাদেশে করোনার পিক টাইম কবে তা বলাও কঠিন।

চীনা বিশেষজ্ঞরা বলেন, ‘দেশের সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে।’ বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি দেখে হতাশা প্রকাশ করেন চীনা বিশেষজ্ঞ দল।

করোনার শনাক্তে পরীক্ষাও কম হচ্ছে জানিয়ে বেশি বেশি নমুনা পরীক্ষায় জোর দেন বিশেষজ্ঞরা। তারা বলেন, ‘পরীক্ষা, রোগী শনাক্ত, আইসোলেশন এবং চিকিৎসার ব্যবস্থা দ্রুত করতে হবে।’ করোনা শনাক্তে র‌্যাপিড ডট কিটের পরীক্ষা তারা সমর্থন করেন না বলেও জানান।

চীনা বিশেষজ্ঞরা আরও জানান, বাংলাদেশে চিকিৎসকসহ চিকিৎসাকর্মীর সংখ্যাও খুবই কম। তবু স্বল্পসংখ্যক জনবল নিয়ে অসাধারণ কাজ করে যাচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় পরিকল্পিত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে লকডাউনের পরামর্শ দেন তারা। সোমবার চীনে ফিরবেন এই বিশেষজ্ঞ দল। তবে বাংলাদেশের জন্য চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তারা।

বিপি।আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী