Home প্রবাস ইতালির ভেনিসে ডামুড্যা পরিবারের মিলন মেলা

ইতালির ভেনিসে ডামুড্যা পরিবারের মিলন মেলা

by Dhaka Office

জাকির হোসেন সুমন, ভেনিস (ইতালি) থেকে : ইতালিতে লকডাউন তুলে নেওয়া পর শবিয়তপুর জেলার ডামুড্যা উপজেলা পরিবার ভেনিস এর মিলন মেলায় আয়োজন করা হয় । প্রায় ৩ মাস লকডাউনের কারণে ঘর বন্দি হয়ে পড়েছিলো সকলে ।

তাই সকলের সাথে সকলের দেখা সাক্ষাত কুশল বিনিময় করেন এ আয়োজনে মাধ্যমে । সেখানে দেখা গেছে ডামুড্যা উপজেলার ভেনিসে বসবাসরত ছোট বড় সকলে উপস্থিত হয় ।
তবে পরিবার গুলো বাসাগুলো থেকে বিভিন্ন খাবার তৈরি করে নিয়ে আসে । যেমন পেঁয়াজু, জিলাপি, সিংগারা , নিমকি, মিষ্টি, গরুর মাংস, রুটি সহ হরেক রকমের খাবার । খাওয়া দাওয়া শেষে বিভিন্ন খেলাধুলায় মেতে উঠে।

উক্ত অনুসঠানে উপস্তিত ছিলেন, ডাক্তার লুতফর রহমান, মিন্টু শিকদার, মোহাম্মদ উল্লাহ সোহেল, সজিব ঘোস, বাকির হাওলাদার, বি,এম উজ্জ্বল, মিথুন ও হিমু ছৈয়াল সহ আরো অনেকে।

বিপিয়া/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী