Home জীবনযাপন গৌরীপুরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে যানবাহন

গৌরীপুরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে যানবাহন

by Dhaka Office
A+A-
Reset

গৌরীপুর (ময়মনসিংহ) থেকে সংবাদদাতা: ময়মনাসিংহের গৌরীপুরে লংকাখোলা মোড় হইতে মহিষাটি বাজার সংযোগ সড়কে বিষমপুর বাজার নামকস্থানে আঞ্চলিক সড়কটি গত বছর সংস্কার করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কিন্তু এই সেতুটির কোন সস্কার করা হয়নি, দুই পাশের সাইড ওয়াল ভেঙ্গে ঘর নির্মান করেছে স্থানীয়রা সেতুটির দূই পাস ভেঙে যাওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আর এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল ছাড়াও পার হচ্ছে ভারী যানবাহন।

এমনকি এই সড়কে অনেকটি বক্সকালভার্ট ভেঙ্গে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত এক বছর ধরে এই অবস্থার সৃষ্টি হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। ফলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

স্থানীয় সুত্র ও এলাকার লোকজন জানায়, সেতুটির অবস্থান বিষমপুর বাজার নামক স্থানে। সাইড দূটি ভেঙ্গে যাওয়ার পর ঝুঁকিপূর্ণ হওয়ায় এলাকার লোকজন সেতুটির সামনে লাল কাপড় দিয়ে চিহ্নিত করলেও তা কেউ মানছে না। যে যার মতো করে চলছে ও ভারি যানবাহন নিয়ে যাচ্ছে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী