Home Uncategorized ধুনটে গর্ভবতী মায়েরা পেল সেনাবাহিনীর স্বাস্থ্যসেবা

ধুনটে গর্ভবতী মায়েরা পেল সেনাবাহিনীর স্বাস্থ্যসেবা

by Dhaka Office
A+A-
Reset

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশনের আয়োজনে বগুড়ার ধুনট উপজেলায় গর্ভবতী মায়েদের নিয়ে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে দিনব্যাপী ধুনট সরকারি এন ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনে চিকিৎসাসেবা প্রদান করেন বগুড়া সিএমএইচ এ কর্মরত স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ লেঃ কর্ণেল ডা. রুম্মান। এসময় উপস্থিত ছিলেন বগুড়া সেনানিবাসের ১২ ইষ্ট বেঙ্গল এর অধিনায়ক লেঃ কর্ণেল রায়হান ও ধুনট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ক ম সানাউল মোস্তফা প্রমুখ।

স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের সার্বিক ব্যবস্থাপনায় বগুড়া সেনানিবাসের ১২ ইষ্ট বেঙ্গল ও চিকিৎসা ব্যবস্থাপনায় ২৫ ফিল্ড এ্যাম্বলেন্সের সদস্যগণ নিয়োজিত ছিলেন। দিনব্যাপী এ ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনে ধুনট উপজেলার ২০০জন গর্ভবর্তী মা’কে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ দেয়া হয়।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী