283
ধুনট (বগুড়া)থেকে সংবাদদাতা: করোনার পরিস্থিতি মোকাবেলার জন্য বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০টি ইউনিয়ন পরিষদের সদস্য, সচিব ও গ্রাম পুলিশদের মাঝে পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
রোববার দুপুর ১টার দিকে ধুনট উপজেলা পরিষদ প্রাঙ্গনে পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন ও উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা। উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের ৯০জন সদস্য, ৩০ জন সংরক্ষতি মহিলা সদস্য, ১০ জন সচিব ও ১০০জন গ্রাম পুলিশের হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়।
বিপি/কেজে