Home Uncategorized ধুনটে পুলিশকে সুরক্ষা সরঞ্জামাদি ও ঔষধ দিল উপজেলা প্রশাসন

ধুনটে পুলিশকে সুরক্ষা সরঞ্জামাদি ও ঔষধ দিল উপজেলা প্রশাসন

by Dhaka Office

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: করোনার পরিস্থিতি মোকাবেলার জন্য বগুড়ার ধুনট থানা পুলিশের মাঝে সুরক্ষা সরঞ্জামাদি ও ঔষধ বিতরণ করছে উপজেলা প্রশাসন। সুরক্ষা সরঞ্জামাদি ও ঔষধের মধ্য ছিল পিপিই, হ্যান্ড স্যাটিসাইজার, মাস্ক, গ্লোভস, সাদা চশমা, ফেস শীলড, জিংক ও সিভিট ট্যাবলেট।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালার হাতে এসব সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারমান গোলাম হোসেন সরকার, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারমান এমএ তারেক হেলাল ও গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারমান ময়নুল হাসান মুকুল প্রমুখ।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী