Home Uncategorized গৌরীপুরে শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন নির্মান

গৌরীপুরে শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন নির্মান

by Dhaka Office
A+A-
Reset

গৌরীপুর (ময়মনসিংহ) থেকে সংবাদদাতা: ময়মনসিংহের গৌরীপুরে শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন নির্মান কাজ সমাপ্ত। জানা গেছে, ২ নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের উদ্যোগে এই একাডেমিক ভবনটি নির্মাণ করেন।১৯৭২ সনে প্রতিষ্টিত উচ্চ বিদ্যালয়টির দ্বিতল একাডেমিক ভবনের পাশে নতুন ভবনটি করা হয়।

এল, জি এস, পি- ৩ বরাদ্দ থেকে ২০১৮-২০১৯ অর্থ বছরে ৪৮ ফুট দৈর্ঘ, ১৬ ফুট প্রসস্থ বারান্দা সহ হাফ বিল্ডিং ঘরটির নির্মাণে ব্যায় হয়েছে ১০ লক্ষ টাকা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ বলেন- অত্র ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেনের উদ্যোগে ভবনটি নির্মাণ হওয়া শিক্ষার্থীদের পাঠদানের বিশেষ সুবিদা হয়েছে।

এ ছাড়া অত্র এলাকায় শিক্ষানুরাগী চেয়ারম্যান আনোয়ার হোসেন তার মরহুম পিতা বিশিষ্ট যাত্রা শিল্পী এম আলিমের নামে শালীহর এম আলিম কিন্ডার গার্টেন নামে একটি শিশু শিক্ষা বিদ্যালয় প্রতিষ্টা করেছেন। এতে কোমলমতি শিশুদের লেখা পড়ার সুযোগ সৃষ্টি হয়।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী