315
বাংলাপ্রেস ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে ভিন্ন প্রেক্ষাপটে কাল বুধবার বসছে সংসদের অধিবেশন। সংক্রমণে ঝুঁকি এড়াতে এবার সীমিত পরিসরে চলবে অধিবেশনের কার্যক্রম।
সংসদ সচিবালয় থেকে এসএমএসের মাধ্যমে যাদের ডাকা হবে, শুধু তারাই অধিবেশনে যোগ দেবেন। বাজেট পেশের দিন কোনো অতিথি এবং সাংবাদিকদেরও এবার আমন্ত্রণ জানানো হবে না। সংক্ষিপ্ত এ বাজেট অধিবেশন শুরুর পরদিন বৃহস্পতিবার সংসদের দ্বিতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হবে অধিবেশন। সাধারনত অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক বসার রেওয়াজ থাকলেও এবারের বিশেষ পরিস্থিতিতে তা আর বসছে না।
বিপি/আর এল