Menu

সর্বশেষ


বাংলাপ্রেস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

রোববার রাত পৌনে ৯টায় গুলশানের শাহাবউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির জানান, করোনায় আক্রান্ত আহসান উল্লাহ হাসানকে রোববার দুপুরে শাহাব উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাতে সেখানেই তিনি মারা যান। তার স্ত্রীও করোনায় আক্রান্ত। তিনিও শাহাব উদ্দিন মেডিকেলে ভর্তি আছেন। তার দুই ছেলে সুস্থ আছেন।

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী তার দাফন সম্পন্ন হবে বলেও শায়রুল জানান।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিপি/কেজে