Menu

সর্বশেষ


বাংলাপ্রেস ডেস্ক: আদরের শুভকে না জানিয়েই চুপিচুপি ইনস্টাগ্রামে আদরের ছবি পোস্ট করেছিলেন রাজ। শুভশ্রীর বেবি বাম্পের ছবি দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিল নেটদুনিয়া।

এ বার বেবি বাম্পের ছবি পোস্ট করলেন অভিনেত্রী অঙ্কিতা পাল মজুমদার। আকাশি রঙের টি-শার্ট, হাতে উকুলেলে (গিটারের মতো ছোট বাদ্যযন্ত্র), অঙ্কিতা আর তাঁর ভাবী সন্তান…শুভেচ্ছাবার্তায় ভরেছে তাঁর ফেসবুকের দেওয়াল।

গত মাসের মাঝামাঝি ফেসবুকে নিজেই ছবি এঁকে সুখবর ভাগ করে নিয়েছিলেন ফ্যানেদের সঙ্গে। গুয়াহাটিতে শ্বশুরবাড়িতে বসে আনন্দবাজার ডিজিটালকে জানিয়েছিলেন তাঁর অনুভূতির কথা। একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে শরীরে নতুন প্রাণের আভাস… সে এক অবর্ণনীয় আখ্যান।

হবু বাবা সৌমিত্রও যে খেয়াল রাখছিলেন খুব, সে কোথাও ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী।

‘জড়োয়ার ঝুমকো’, ‘ভূমিকন্যা’ প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করেছেন অঙ্কিতা। দেখা গিয়েছে বেশ কিছু সিনেমাতেও। গত বছর জানুয়ারিতে একটি সফটওয়ার কোম্পানির কর্তা সৌমিত্রকে বিয়ে করেন তিনি। তাঁদের এক বছরের প্রেম। এক ম্যাট্রিমোনিয়াল সাইট থেকেই আলাপ হয়েছিল দু’জনের। সেই প্রেম গড়ায় বিয়েতে।

আর মাত্র তিন মাস। সেপ্টেম্বরেই আসতে চলেছে নতুন অতিথি। তাই আপাতত স্বামী-স্ত্রী তাকিয়ে রয়েছেন সেপ্টেম্বরের দিকে।

বিপি/আর এল