Home রাজনীতি দুর্নীতির অভিযোগে সাংসদ শহীদ ইসলাম পাপুল কুয়েতে গ্রেফতার

দুর্নীতির অভিযোগে সাংসদ শহীদ ইসলাম পাপুল কুয়েতে গ্রেফতার

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক : কুয়েতে আদম ব্যবসায় অনিয়ম এবং হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগে জাতীয় সংসদের সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল গ্রেপ্তার হয়েছেন।

শনিবার রাতে দেশটির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) মুশরেফ আবাসিক এলাকা থেকে তাকে আটক করে।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রদূত এস এম আবুল কালাম জানান-কুয়েতের সিআইডি তাকে গ্রেপ্তার করেছে৷ তবে এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসকে এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। সংসদ সদস্যের বিরুদ্ধে কোন মামলা আছে কিনা, খোঁজ নেয়া হচ্ছে।

কাজী শহিদ ইসলামের ফেসবুক ও ব্যক্তিগত ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তিনি মারাফী কুয়েতিয়া গ্রুপ অব কোম্পানিজ, কুয়েত, ওমান ও জর্ডানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রতিষ্ঠানটি জনশক্তি রপ্তানিতে যুক্ত। এ ছাড়া তিনি বেসরকারি খাতের ব্যাংক এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং এনআরবি সিকিউরিটিজ এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান। স্বতন্ত্র এই সংসদ লক্ষ্মীপুর-২ আসনে বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করে জয়লাভ করেন।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী