ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় ধুনট সদর ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া ও সচিব মনিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, উপজেলার ধুনট সদর ইউনিয়ন পরিষদের জন্য ২০২০- ২০২১ অর্থ বছরের বাজেটে ১ কোটি ৯ লাখ ৭৯ হাজার ৪৫৬ টাকার আয় ও ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রাখতে স্বল্প পরিসরের বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য নূরনবী আকন্দ, আবুল কাশেম, মিজানূর রহমান মজনু, আবুল কালাম আজাদ, প্রফুল্ল চন্দ্র সরকার, বজলুর রহমান, তুহিন মন্ডল, আব্দুল ওহাব, নুরনবী সরকার সংরক্ষিত মহিলা সদস্য বুলবুলি খাতুন, ফুলেরা খাতুন ও রিনা খাতুন ।
বিপি/কেজে