277
হাফিজুর রহমান হাবিব তেঁতুলিয়া (পঞ্চগড়) থেকেঃ পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের খনিয়াগছ গ্রামে বাবা ও,ছেলের মৃত্যু হয়েছে।
সোমবার (০১জুন) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ঐ গ্রামের বাসিন্দা মোহাম্মদ অালী (৫৫) ও ছেলে আনিছুর রহমান (৩৫)। স্থানীয়রা জানান দুপুরে বাবা ও ছেলে মিলে মাঠে ধান কাটছিলেন। এসময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতাহার দু’জনকেই মৃত ঘোষণা করেন।
বিপি/আর এল