Menu

সর্বশেষ


বাংলাপ্রেস ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। সোমবার (২৫ মে) তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
জাফরুল্লাহ চৌধুরী জানান, গতকাল রবিবার (২৪ মে) সন্ধ্যায় তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলে তিনি পরীক্ষা করান। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটেই তার পরীক্ষা করানো হয় বলে জানান তিনি। যার ফলাফল পজিটিভ এসেছে।
প্রসঙ্গত, গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তে ‘জিআর র‌্যাপিড ডট ব্লট’ কিটের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আগামীকাল মঙ্গলবার (২৬ মে) সময় নির্ধারণ করা হয়েছিল। এই কার্যক্রম স্থগিত করেছে প্রতিষ্ঠানটি। সোমবার (২৫মে) ঔষুধ প্রশাসন অধিদপ্তরের অনুরোধে তা স্থগিত করা হয় বলে জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি নিজের পরীক্ষার বিষয়ে বলেন, আমাদের ল্যাবে তো আগেও এ কিটে ইন্টারনালি পরীক্ষা হয়েছে। আমার পরীক্ষাও তার অংশ।

বিপি।সিএস