Menu

সর্বশেষ


বাংলাপ্রেস ডেস্ক: সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় আজ উদযাপন করা হয়েছে পবিত্র ঈদুল ফিতর।

সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের চাঁদপুর, ফরিদপুর, শরীয়তপুরসহ বিভিন্ন স্থানে ঈদুল ফিতর উদযাপন করছে মানুষ।

চাঁদপুরের ৪০ গ্রামের লক্ষাধিক মানুষ ঈদ উদযাপন করছেন। সামাজিক দূরত্ব নিশ্চিত করে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার দশটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

নামাজ শেষে তারা সামাজিক দূরত্ব নিশ্চিত করে একে অপরের সাথে সৌহার্দ বিনিময় করেন। তবে করোনাভাইরাসের কারণে কেউ কোলাকুলিতে অংশ নেয়নি। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছে শরীয়তপুরের ৩০ গ্রামের প্রায় ১০ হাজার পরিবার।

বিপি/আর এল