Menu

সর্বশেষ


ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানীর পোদ্দার ব্যক্তিগত তহবিল থেকে দলীয় নেত্রীদের মাঝে শাড়ি ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

শনিবার সকাল দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা পরিষদের প্রাঙ্গনে উপজেলা ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ৩০জন নেত্রী ও কর্মীর মাঝে এসব শাড়ি ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে পপি রানীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানীর পোদ্দার, ধুনট সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাকী খাতুন, যুগ্ম সম্পাদক ফেন্সী খাতুন, চিকাশি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঞ্জু খাতুন, নিমগাছী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আঞ্জুমান আরা, বিলকিছ খাতুন ও মথুরাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামিলা খাতুন প্রমুখ।

বিপি/কেজে