Home বাংলাদেশখুলনা ‘আম্পান’ তাণ্ডব শুরু

‘আম্পান’ তাণ্ডব শুরু

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: ভারতের উপকূলে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু করেছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’। আঘাত হেনেছে পশ্চিমবঙ্গের সুন্দরবন অংশে।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুপুর আড়াইটা থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। পুরোপুরি আছড়ে পড়তে সময় লাগবে আরও চার ঘণ্টা। আমপানের সামনের অংশ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলে প্রবেশ করেছে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা দিতে পারে ভূমিধসও। এরই মধ্যে পশ্চিমবঙ্গে ৪ লাখেরও বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে, শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পানের কারণে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়া, চট্টগ্রাম সমুদ্র বন্দর ও কক্সবাজারে ৯ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা নাগাদ সুন্দরবন দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে এই সুপার সাইক্লোন।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী