Home Uncategorized ইতালিতে এক লাখেরও বেশি করোনা রোগী সুস্থ

ইতালিতে এক লাখেরও বেশি করোনা রোগী সুস্থ

by Dhaka Office
A+A-
Reset

জাকির হোসেন সুমন,ভেনিস ইতালি থেকে : প্রাণঘাতি করোনা থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ইতালিতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় চার হাজার ৮ জন করোনা আক্রান্ত চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত ইতালিতে মোট সুস্থ হয়েছেন এক লাখ ৩ হাজার ৩১ জন। এটা খুবই আশাব্যঞ্জক।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে থাকায় স্বস্তি ফিরেছে ইতালিতে। গত সোমবার (৪ মে) শিথিল করা হয়েছে করোনা লকডাউন। স্বাভাবিক ছন্দে ফিরছে দেশটি।

ইতালিতে লকডাউন শিথিলের পর কাজে যোগদান করেছে প্রায় ৪০ লাখ মানুষ। সোমবার (৪ মে) থেকে উৎপাদন শিল্প, নির্মাণ খাত ও পাইকারি দোকান পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে ইতালিতে । তবে আগামী ১৮ মে থেকে বাণিজ্যিক কিছু অংশ, প্রদর্শনী, জাদুঘর, প্রশিক্ষণ টিম, ক্রীড়া ক্ষেত্র এবং গ্রন্থাগার খোলার ঘোষণা করা হয়েছে।

আগামী ১৮ মে থেকে ইতালিতে খুলে দেওয়া হতে পারে মসজিদ,গীর্জা, মন্দিরসহ সকল উপসনালয়গুলো।

ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার দেশটিতে মৃতের তালিকায় যুক্ত হয়েছেন ১৯৪ জন ও সংক্রমিত ১ হাজার ৮৩ জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা ৩০ হাজার ৩৯৫। আর আক্রান্ত দুই লাখ ১৮ হাজার ২৬৮ জন।

বিপি/আর এল

নিচের লিঙ্কে ক্লিক করে শেয়ার করুন :

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী