Home বাংলাদেশবরিশাল বোয়ালমারীতে প্রতারনার অভিযোগে চাউল ব্যবসায়ির ৩৫ হাজার টাকা জরিমানা

বোয়ালমারীতে প্রতারনার অভিযোগে চাউল ব্যবসায়ির ৩৫ হাজার টাকা জরিমানা

by Dhaka Office
A+A-
Reset

ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নিম্নমানের চাউল ক্রয় করে মেশিন দিয়ে চিকন করে মিনিকেট হিসেবে বাজারজাত করায় এক ব্যবসায়িকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রূপাপাত ইউনিয়নের কালিনগর বাজারের চাল ব্যবসায়ি হরিদাস বনিক (৫৫)কে এ জরিমানা করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, রূপাপাত গ্রামের বাসিন্দা কালিনগর বাজারের চাল ব্যবসায়ি হরিদাস বনিক দীর্ঘদিন ধরে নিম্মাননের চাল ক্রয় করে মেশিন দিয়ে চিকন করে মিনিকেটের বস্তায় ভরে ঝিনাইদহের মুজুমদার স্পেশাল মিনিকেট চাউলের সিল মেরে বাজারজাত করে জনগণের সাথে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বোয়ালমারী থানার ডহরনগর ফাড়ির আইসি স্বপন কুমার এবং টুআইসি হাবীবউল্লাহ হরিদাস বনিকের চালের গুদামে অভিযান চালিয়ে গুদামটি সিলগালা করে দেয়। বিকেল সাড়ে ৫টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ব্যবসায়িকে ভোক্তা অধিকার আইনে ২০০৯ এর ৪৫ ধারায় ৩৫ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, নি¤œমানের চাল ক্রয় করে মিনিকেট হিসেবে বাজারজাত করে জনগণের সাথে প্রতারনার অভিযোগে ভোক্তা অধিকার আইনে চাল ব্যবসায়ি হরিদাস বনিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী