Home আন্তর্জাতিক কানাডার পররাষ্ট্র উপমন্ত্রী করোনায় আক্রান্ত

কানাডার পররাষ্ট্র উপমন্ত্রী করোনায় আক্রান্ত

by Dhaka Office

বাংলাপ্রেস ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কানাডার পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী মারটা মর্গান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে গ্লোবাল নিউজ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, উপমন্ত্রী মারটা মর্গানের দেহে করোনা ভাইরাসের মৃদু উপসর্গ দেখা দেয়ায় তিনি চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন। বর্তমানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল বলে মন্ত্রণালয় জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উপমন্ত্রীর সংস্পর্শে আসা কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিত করার কাজ চলছে।

কানাডায় এখন পর্যন্ত ১৭ হাজার ৮৯৭ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৩৮১ জন আর সেরে উঠেছেন ৪০৯২ জন। কানাডার আলবার্টার এডমেনটন, টরন্টো, মন্ট্রিয়ল এবং ব্রিটিশ কলম্বিয়ায় প্রবাসী বাঙালিদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে টরন্টোতে ইতোমধ্যে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এছাড়াও বর্তমানে ট্রন্টো এবং মন্ট্রিয়ে বেশ কয়েকজন বাঙালি আইসিইউতে রয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে কানাডা সরকার করোনাভাইরাস জনিত ‘কোভিড-১৯’ রোগের প্রার্দুভাবে যারা আক্রান্ত তাদের জন্য আর্থিক প্রণোদনামূলক সহযোগিতার ঘোষণা দিয়েছে। এতে এমপ্লয়মেন্ট ইন্সুরেন্স বা ‘ইআই’-এর পাশাপাশি নতুন কানাডা ইমার্জেন্সি রেসপন্স বেনিফিট বা ‘সিইআরবি’ থাকছে।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী