Home বিনোদন মায়ের পরিচালনায় মেয়ে

মায়ের পরিচালনায় মেয়ে

by bnbanglapress
A+A-
Reset

মা মিতা হক, দেশের গুণী রবীন্দ্রসংগীতশিল্পী। তার মেয়ে ফারহিন খান জয়িতাও একই পথে যাত্রী। যার নজির পাওয়া গেছে নানা সময়ে প্রকাশিত রবীন্দ্রসংগীতের অ্যালবামে। এবার মা-মেয়েকে এক সুতোয় পাওয়া যাবে।

মায়ের পরিচালিত সংগঠন ও রবীন্দ্রসংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরতীর্থের হয়ে মঞ্চে উঠেছেন জয়িতা।

শাহবাগের জাতীয় জাদুঘরে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে ‘এখনো গেলনা আঁধার’ শিরোনামের আয়োজন। এতে সংগঠনের ২৫ জন শিল্পী ৩০টি গান গাইবেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মিতা হক গান না গাইলেও পুরো আয়োজনটি পরিচালনা করেছেন তিনি। আর এর মাধ্যমে প্রায় ৬ বছর পর আবারো বড় ধরনের আয়োজন করতে যাচ্ছে এই সংগঠন।

এ প্রসঙ্গে মিতা হক বললেন, ‘নানা কারণে বড় ধরনের আয়োজন করা হয়নি। তবে সুরতীর্থ নিয়মিতই রবীন্দ্রনাথের কাজ করে গেছে। আমরা এ অনুষ্ঠানের মাধ্যমে নতুনভাবে সুরতীর্থকে সাজানোর পরিকল্পনা করেছি।’

এজেডএস/ডব্লিউএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী