306
শাহজালাল ইসলামী ব্যাংকের ১৭ বছর পূর্তি উদযাপিত হয়েছে ব্যাংকটির প্রধান কার্যালয়সহ ১১৩টি শাখায়।
বৃহস্পতিবার ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা প্রধান কার্যালয়ে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ, পরিচালক আনোয়ার হোসেন খান, ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, ফকির আখতারুজ্জামান, সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, ইন্ডিপেনডেন্ট পরিচালক মোশাররফ হোসেন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. আখতার হোসেন ও মিয়া কামরুল হাসান চৌধুরীসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।