Home Uncategorized বিশ্বে সেরা দেশের তালিকায় আবারো সুইজারল্যান্ড

বিশ্বে সেরা দেশের তালিকায় আবারো সুইজারল্যান্ড

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক : সেরা দেশের তালিকায় আবারও সুইজারল্যান্ড। তবে তালিকায় ভারত মিয়ানমার থাকলেও নেই বাংলাদেশের নাম। ওয়াশিংটনভিত্তিক ইউ এস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের করা বেস্ট কান্ট্রিস টুয়েন্টি টুয়েন্টিতে এসব তথ্য উঠে আসে। ৭৩টি দেশের তালিকায় রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপে থাকা মিয়ানমারের স্থান ৫৭ তম।

যুক্তরাষ্ট্র, এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ৩৬টি দেশের ২০ হাজারেরও বেশি মানুষের ওপর এ জরিপ চালানো হয়। আর অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, নাগরিক জীবনযাপন এবং পর্যটনসহ ৬৫টি নিয়ামকের ওপর ভিত্তি করে সেরা দেশের তালিকা করা হয়েছে।

টানা চতুর্থবারের মতো প্রথম স্থানে সুইজারল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে কানাডা ও জাপান। চতুর্থ স্থানে জার্মানি, পঞ্চম ও ষষ্ঠস্থানে অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য। এশিয়ার মধ্যে ১৫তম স্থানে চীন আর ভারতের অবস্থান ২৫-এ।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী