Menu

সর্বশেষ


বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের বর্তমানে জনসংযোগে ব্যস্ত। নানান কৌশলে ভোটারদের কাছে নিজের বার্তা পৌঁছে দিচ্ছেন এই সাবেক মেয়র। বেশ কয়েকজন ঢাকাই তারকাও আতিকুলের পক্ষে গণসংযোগে নেমেছেন।

সেই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় তিনি হাজির হন বিএফডিসিতে। তখন নতুন সিনেমা ‘আকবর :ওয়ান্স আপঅন অ্যা টাইম ইন ঢাকা’-এর সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নির্মাতা সৈকত নাসির ও তার টিম।

এরমধ্যেই এ ছবির নায়ক ইমনের সঙ্গে দেখা হয় মেয়র প্রার্থী আতিকুল ইসলামের। প্রাক্তন এই মেয়রকে কাছে পেয়ে সরাসরি নিয়ে যান সিনেমার মহরত অনুষ্ঠানে। বসিয়ে দেন অতিথির আসনে। মঞ্চে উঠে ইমন দাবি জানান, মেয়র নির্বাচনে বিজয়ের পর যেন এফডিসির দিকে নজর দেন আতিকুল ইসলাম।

মহরত ঘোষণা করে আতিকুল ইসলাম বলেন, আমার বিশ্বাস ‘আকবর’ও দর্শকদের কাছে নন্দিত হবে।

রণক ইকরামের গল্পে ‘আকবর’র চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু। এছাড়া সংলাপ করছেন আসাদ জামান। ‘আকবর’ সিনেমার নাম ভূমিকায় দেখা যাবে নায়ক ইমনকে। এবারই প্রথম ইমনের বিপরীতে চিত্রনায়িকা ববি অভিনয় করছেন।

অনুষ্ঠানে নির্মাতা সৈকত নাসির বলেন, মৌলিক গল্প নিয়ে ‘আকবর’ নির্মিত হচ্ছে।

বিপি/কেজে


সর্বশেষ সংবাদ