Menu

সর্বশেষ


বাংলাপ্রেস ডেস্ক: ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৮ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার রাত দেড়টার দিকে ঢাকা-বরিশাল নৌরুটের মাঝেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লঞ্চ দু’টি হলো কীর্তনখোলা-১০ এবং ফারহান-৯।

নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে হতাহতদের মধ্যে তিনজন ফারহান-৯ এর যাত্রী বাকিরা কীর্তনখোলা-১০ এর যাত্রী বলে জানা গেছে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ও কীর্তনখোলা-১০ এর মাস্টার নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, রবিবার রাত দেড়টার দিকে মাঝেরচর এলাকায় ঢাকাগামী কীর্তনখোলা এবং হুলারহাটগামী ফারহানের মধ্যে সংঘর্ষ হয়। এতে কীর্তনখোলার ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। লঞ্চটিতে ৭০০ যাত্রী ছিল।

কীর্তনখোলার ম্যানেজার ঝন্টু জানান, ফারহান’র কোনও রাডার না থাকায় ঘন কুয়াশার মধ্যে কীর্তনখোলার মাঝ বরাবর ধাক্কা দেয়।

জানা গেছে, আহতদের উদ্ধার করে চাঁদপুরে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত কীর্তনখোলার তলদেশ ঠিক থাকায় লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

বিপি/কেজে