Home জীবনযাপন জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার

জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: বাজারে জলপাই বেশ সহজলভ্য। জলপাইয়ের আচার খেতে কে না পছন্দ করে! ছোটদের চাই মিষ্টি আচার আর বড়দের টক ঝাল! শীত এলেই তাইতো গৃহিণীরা ব্যস্ত হয়ে পড়েন হরকে স্বাদের জলপাই আচার তৈরিতে। জেনে নিন জলপাইয়ের একটি টক ঝাল মিষ্টি আচারের রেসিপি-

উপকরণ: জলপাই আধা কেজি, রসুন কুচি ২ টেবিল চামচ,সরিষার তেল ১ কাপ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, লবণ স্বাদ মতো, চিনি ১ কাপ, পাঁচফোড়ন গুঁড়া দেড় টেবিল চামচ, বিট লবণ ১ চা চামচ, সিরকা ৪ টেবিল চামচ।

প্রণালী: প্রথমে জলপাইয়ের বোঁটা ফেলে ভালো করে ধুয়ে নিয়ে টুকরা করে কেটে নিন। জলপাই অনুযায়ী দ্বিগুণ পানি দিয়ে সেদ্ধ করে নিন। এরপর প্যানে সরিষার তেল গরম করে রসুন ভেজে নিন। এবার সেদ্ধ করে গলিয়ে নেয়া জলপাই, চিনি দিয়ে নাড়তে থাকুন। পানি হালকা শুকিয়ে গেলে বিট লবণ, পাঁচফোঁড়ন গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে মিশিয়ে নিন। পানি শুকিয়ে প্যান থেকে আচার ছেড়ে আসলে সিরকা দিয়ে নামিয়ে ঠাণ্ডা করে নিন। বয়ামে রেখে সংরক্ষণ করুন। খিচুরির সঙ্গে পরিবেশন করুন মজাদার টক ঝাল মিষ্টি এই জলপাইয়ের আচার।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী