Menu

সর্বশেষ


নিউ ইয়র্ক প্রতিনিধি: এবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দপ্তর ও বাসভবন হোয়াইট হাউজের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলিতে একজন নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে কী কারণে গোলাগুলির ঘটনা ঘটেছে এ সম্পর্কে শেষ খবর পাওয়া পর্যন্ত কিছুই বলতে পারেনি পুলিশ। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি.তে স্থানীয় সয়ম বৃহস্পতিবার রাত ১০টার দিকে হোয়াইট হাউজ থেকে প্রায় দুই মাইল দূরে কলাম্বিয়া হাইটসে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। হতাহতরা সবাই প্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
স্থানীয় পুলিশের কমান্ডার স্টুয়ার্ট এমেরম্যান বলেন, গোলাগুলির কারণ খুঁজতে গোয়েন্দারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন এবং আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন।
ঘটনাস্থল থেকে গণমাধ্যমে প্রচারিত ছবিতে অ্যাম্বুলেন্সে করে হতাহতদের নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে।

ভিডিও:

বিপি।সিএস