Home রাজনীতি দেখা করেছেন খালেদা জিয়ার স্বজনরা, কথা বলেনি কারো সাথে

দেখা করেছেন খালেদা জিয়ার স্বজনরা, কথা বলেনি কারো সাথে

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা।
শনিবার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টায় পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন তারা। প্রায় সোয়া ঘণ্টা সাক্ষাতের পরে কারাগার থেকে বের হয়ে যান তারা। কারাগারে যারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তারা হলেন- বোন সেলিনা ইসলাম, ভাইয়ের স্ত্রী নাসরিন সাঈদ, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান, ভাগ্নে মাসুদ ও ডা. মামুন।
সাক্ষাৎ শেষে বের হয়ে যাওয়ার সময় কারাফটকে খালেদার স্বজনরা কারও সঙ্গে কথা বলেননি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতে গত ৮ ফেব্রুয়ারি ৫ বছরের সাজা হয় খালেদা জিয়ার। সেদিন থেকে পুরান ঢাকার ওই কারাগারে রয়েছেন তিনি।

বাংলাপ্রেস/ আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী