নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: আজ সকালে টঙ্গীতে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসান উদ্দিন সরকার অভিযোগ কর বলেন, “আমার কর্মী ও নেতাকর্মীদের নতুন কৌশলে গ্রেফতার করা হচ্ছে। তাদের এখান থেকে ধরে নিয়ে নরসিংদী, নারায়ণগঞ্জ কিংবা ঢাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। এলাকায় আসতে দেওয়া হচ্ছে না। ভয়-ভীতি দেখানো হচ্ছে। যা ইতোমধ্যে পত্র-পত্রিকাতেও এসেছে।” এ ধরনের হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান হাসান উদ্দিন সরকার।
তিনি বলেন, “নির্বাচনে অংশ নিয়েছি, আছি এবং থাকব। তবে সরকারের কাছে বলতে চাই আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা। সরকার মুক্তিযুদ্ধের চেতনায় যে দেশ গড়তে চায়- সুষ্ঠু ও নির্বাচন নির্বাচন দিয়ে তাই প্রমাণ করুক।”
এদিকে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা জানান, আজ (রোববার) সকাল থেকে বিজিবি সদস্যরা নির্বাচনী মাঠে নিরাপত্তার দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছেন। ২৪ থেকে ২৭ জুন পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ২৯ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল জানান, নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল থেকে যথাসময়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৫৭ ওয়ার্ডে ৫৭ টিম র্যাব সদস্য একটি টিম রিজার্ভ এবং প্রতি ২ ওয়ার্ডের এক প্লাটুনসহ মোট ২৯ প্লাটুন বিজিবি এবং ১০ হাজার ০২৪ জন আনসার ও পুলিশ বাহিনী নির্বাচনে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে।
,গাজীপুর সিটির নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মো. হাসান উদ্দিন সরকার অভিযোগ করে বলেছেন, পুলিশের গাড়িতে করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের হয়রানি করছেন। এমনকি নতুন কৌশলে তাদের গ্রেফতার করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। ভয়-ভীতি দেখা হচ্ছে।
আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন। তবে আজ রোববার রাত ১২টা পর্যন্ত প্রচার কাজ চালাতে পারবে প্রার্থীরা।
৫৭টি সাধারণ এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ড বিশিষ্ট এ সিটি করপোরেশনের মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭। এরমধ্যে ৫ লাখ ৭৯ হাজার ৯৩৫ জন পুরুষ এবং ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন নারী ভোটার। এ নির্বাচনে ৭ জন মেয়র পদে, ৮৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর পদে ২৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাপ্রেস/আর এল