Home রাজনীতি বিএনপি পুনর্গঠনের কাজ শুরু হয়েছে: মোশাররফ

বিএনপি পুনর্গঠনের কাজ শুরু হয়েছে: মোশাররফ

by Dhaka Office

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: বিএনপির দুর্বলতা চিহ্নিত করে দল পুনর্গঠনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘সংগঠনকে শক্তিশালী না করে আমরা জনগণকে নেতৃত্ব দিতে পারব না।’আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে ড. খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।খন্দকার মোশাররফ গত ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। সেই সঙ্গে অবিলম্বে পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে কেমিক্যালের গুদাম অন্যত্র সরিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেছেন, পুরান ঢাকার আবাসিক এলাকায় কোনো রাসায়নিক গুদাম থাকবে না- আট বছর আগে সরকারের দেওয়া এমন প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার কারণেই চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চকবাজারের ঘটনার দায় সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এই সরকার যখন ক্ষমতায় ছিল এই চকবাজার থেকে আরেকটু সামনে নিমতলীতে ঠিক একই ধরনের ঘটনা ঘটে নাই? এবং এবার যাদের অপমৃত্যু হলো তার থেকে বেশি হয়েছে। তখনও আমরা অনেক কথা শুনেছিলাম, যে পুরান ঢাকায় কোনো কেমিক্যাল কোনো কিছু থাকবে না। এরা (সরকার) যা কথা বলে তা তারা বাস্তবায়ন করে না। এটা দেশের মানুষ জানে। অতি দ্রুত রাসায়নিক কেমিক্যাল ব্যবসার জন্য আলাদা জায়গা নির্ধারণ করতে হবে। ব্যবসাটা করতে হবে।’খন্দকার মোশাররফ বলেন, তৈমূর আলম খন্দকার রচিত বই দুটিতে ২০১৮ সালে দেশে কী কী হয়েছিল কী ভাবে জাতীয় নির্বাচনের দিন আগের রাতে ভোট ডাকাতি হয়েছিল তা তুলে ধরা হয়েছে।

এ সময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে আরো বলেন, দলের পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। সংগঠনকে শক্তিশালী করে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করে সরকার পতনের কর্মসূচি দেওয়া হবে।বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এখন প্রধান দায়িত্ব হচ্ছে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তাঁর নেতৃত্বে এই দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। আমাদের ইতিমধ্যে, দলের মধ্যে পুনর্গঠন, যে যে জায়গায় আমাদের দুর্বলতা আছে, সেগুলোকে চিহ্নিত করে পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। সংগঠনকে শক্তিশালী না করে আমরা জনগণকে নেতৃত্ব দিতে পারব না।’আলোচনায় অন্য বক্তারা চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের জন্য সরকারের উদাসীনতাকেই দায়ী করেন।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী