নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই লক্ষ ৭৫ হাজার টাকার অনুদান বিতরণ করেছে । সোমবার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম এসব পরিবারের খোঁজখবর নিয়ে ওই অনুদানের টাকা বিতরণ করেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, রবিবার রাতে জেলার সৈয়দপুর বাইপাস সড়কের ধলাগাছি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত এবং ১১ জন আহত হন। হতাহতরা সবাই জেলা সদরের বাসিন্দা। সোমবার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম এসব পরিবারের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং নিহত ৯ জনের পরিবারকে ২০ হাজার করে, আহত ১১ জনের মধ্যে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আটজনকে ১০ হাজার করে ও সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে তিনজনের মাঝে পাঁচ হাজার টাকা করে বিতরণ করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহিম বলেন-জেলা প্রশাসনের পক্ষে হতাতহদের পরিবারের সার্বক্ষণিক খবর রাখা হচ্ছে।
বাংলাপ্রেস/ আর এল