বাংলাপ্রেস অনলাইন : ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লুও ঝাউহুই তার দেশের সঙ্গে ভারত ও পাকিস্তানের শীর্ষ সম্মেলনের প্রস্তাব দিয়েছেন। সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য হওয়ার পরও তিন দেশের মধ্যে এ শীর্ষ সম্মেলন চলতে পারে বলে তিনি মন্তব্য করেছেন। লুও ঝাউহুই সোমবার ইনিস্টিটিউট অব চাইনিজ স্টাডিজে গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় আরো বলেছেন, “যদি চীন-রাশিয়া-মঙ্গোলিয়া ত্রিপক্ষীয় জোট গঠন সম্ভব হয় তাহলে কেন চীন, পাকিস্তান ও ভারতকে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব না?”
রাষ্ট্রদূত বলেন- যোগাযোগ, সহযোগিতা, চুক্তি ও নিয়ন্ত্রণ ভারত এবং চীনের মধ্যকার অচল সম্পর্ককে সচল করার ক্ষেত্রে সাহায্য করতে পারে।” পরে তিনি টুইটার পোস্টে বলেন, চীন ও ভারতের মধ্যে পাঁচটি ‘সি’ প্রাধ্যান্য পেতে পারে। সেগুলো হলো- কমিউনিকেশন, কোঅপারেশন, কন্ট্রাক্টস, কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল।
বাংলাপ্রেস / আর এল