Home আন্তর্জাতিক নিউ ইয়র্কে উবারে সমকামী নারীদের চুম্বন, নামিয়ে দিলেন চালক

নিউ ইয়র্কে উবারে সমকামী নারীদের চুম্বন, নামিয়ে দিলেন চালক

by bnbanglapress
A+A-
Reset

নিউ ইয়র্ক প্রতিনিধি: নিউ ইয়র্কে উবার ট্যাক্সিতে বসেই একে অপরকে চুম্বন শুরু করেন সমকামী নারী দম্পতি! তা দেখে উবার চালক চটে গিয়ে মাঝপথেই তাদেরকে নামিয়ে দেন। মার্কিন ওই সমকামী দম্পতিকে হেনস্থারও অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে।

জানা গেছে, নিউ ইয়র্কের বাসিন্দা অ্যালেক্স লোভাইল ও এমা পিচি গত শনিবার একটি উবার ভাড়া করেন। কিন্তু বিপত্তি বাঁধে উবারে চড়ার পর। ওই নারীদের দাবি, গাড়ি চলার সময় তারা একে অপরকে চুম্বন করেন। এর পরেই রে রে করে ওঠেন ট্যাক্সি চালক।

সমকামী ওই যুগলের দাবি, এর পরেই উবার চালক তাদের গাড়ি থেকে নেমে যেতে বলেন। চালক তাদের সাফ জানিয়ে দেন, সমকামীদের চুম্বন তার গাড়িতে অবৈধ। পাশাপাশি তাদের সঙ্গে অকথ্য ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন ওই নারীরা। সেই ঘটনার ভিডিও সোশ্যাল সাইটে আপলোডও করেন অ্যালেক্স লোভাইল।

উবারের মুখপাত্র জানিয়েছেন,  চালককের টিএলসি লাইসেন্স সাময়িকভাবে বরখাস্ত হয়েছে। এসব ঘটনা আমরা মেনে নেব না। তদন্ত চলছে। দোষী সাব্যস্ত হলে চালকের ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী