বাংলাপ্রেস অনলাইন: সৌদি সরকার নারীদেরকে গাড়ি চালানোর জন্য লাইসেন্স দেয়া শুরু করেছে। আনুষ্ঠানিকভাবে সৌদি নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কয়েক সপ্তাহ আগেই এ লাইসেন্স দেয়া হলো।
সৌদি আরবের জেনারেল ট্রাফিক ডাইরেক্টোরেট নারীদেরকে ডাইভিং লাইসেন্স দিচ্ছে এবং এ লাইসেন্স আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে। সৌদি প্রেস এজেন্সি বা এসপিএ জানিয়েছে, আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স দেয়ার পর ১০ নারীকে জাতীয় লাইসেন্স দেয়া হয়। সৌদি আরবে আটক নারী মানবাধিকার কর্মীদের দ্রুত মুক্তি দেয়ার জন্য দেশটির ওপর চাপ বাড়ানোর জন্য মিত্র দেশগুলোর প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আহ্বান জানানোর কয়েকদিন পর ড্রাইভিং লাইসেন্স দেয়া শুরু হলো।
গত কয়েক সপ্তাহে সৌদি সরকার দেশটির বহু খ্যাতিমান নারী মানবাধিকার কর্মীকে আটক করেছে। এর মধ্যে রয়েছে লুজাইন আল-হাতলুল, ইমান আন-নাফজান এবং আজিজা আল-ইউসুফ। এসব সম্মানিত মানবাধিকার কর্মীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয় নি কিন্তু এখনো তাদেরকে আটক রাখা হয়েছে।