Home Uncategorized ৭ জুন কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

৭ জুন কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset


বাংলাপ্রেস অনলাইন: জি-৭ এর সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নিতে আগামী ৭ জুন কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফিরবেন ১২ জুন। সফরে বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রনে এ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আউটরিচ সেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও ১০ জুন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর সাথে শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানান পররাষ্ট্র মন্ত্রী।

মাহমুদ আলী জানান, বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যু নিয়ে কানাডীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। কানাডায় পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে ফিরিয়ে আনতে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনা আলোচনা করবেন বলেও জানান পররাষ্ট্র মন্ত্রী।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী